
নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ। নিহত আব্দুর রশিদ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে।
তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, গেল বছরের ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অব্স্থায় মারা যান তিনি।
এ বিষয়ে চিকিৎসক আবু জার গাফফার বলেন, ‘আব্দুর রশিদ নামের এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।’ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন।
হঠাৎ অসুস্থ হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে মারা যান তিনি। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।’
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় উপজেলার কুজাইল গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় তাকে আসামি দেখানো হয়।
দৈনিক অধিকার ডেস্ক 





















