
চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে জানে আলম পাশের অলিমিয়াহাট বাজার থেকে ইটের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। মোটরসাইকেলের অংশ নেওয়া তিনজনকে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।স্থানীয়রা জানান, জানে আলম ৫ আগস্টের আগে বাড়িছাড়া ছিলেন। ক্ষমতা পরিবর্তনের পর তিনি বাড়িতে ফেরেন। এরপর পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার এক প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদাবাজির মামলায় জানে আলম সিকদার গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খেটে তিনি সম্প্রতি মুক্তি পান।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এর আগে যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
দৈনিক অধিকার ডেস্ক 





















