
টঙ্গীর কলেজ গেট এলাকায় ফুটপাতের একটি ডিমের দোকান থেকে ছিটকে পড়া ফুটন্ত গরম পানিতে ইয়াসিন (৬) নামে এক শিশুর শরীর ঝলসে গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু ইয়াসিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ সদর উপজেলার বাকির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গী এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, ফুটপাত দিয়ে পথচারীরা চলাচলের সময় হঠাৎ করে ফুটপাতের পাশে থাকা একটি ডিমের দোকান থেকে ফুটন্ত গরম পানি ছিটকে শিশুটির শরীরের ওপর পড়ে। এতে তার শরীর মারাত্মকভাবে ঝলসে যায়।
স্থানীয়রা দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে পাশের এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
দৈনিক অধিকার ডেস্ক 





















