ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাত বছর পর শ্রেণিকক্ষে শিক্ষক নুসরাত

সংগৃহীত ছবি

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান সোনিয়া। সেই ঘটনার জেরে চাকরি হারানো এই শিক্ষক সাত বছর পর আবার বিদ্যালয়ে ফিরে পেলেন নিজের পদ।

গত ২৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জারি করা এক অফিস আদেশে নুসরাত জাহান সোনিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। পরদিন ২৯ ডিসেম্বর তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট মধ্যরাতে নুসরাত জাহান সোনিয়াকে পুলিশ আটক করে। পরদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই বছরের ৬ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সই করা চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গ্রেপ্তারের সময় নুসরাত সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে ওই বছরের ২৩ নভেম্বর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে সেই সন্তানের বয়স সাত বছর। গ্রেপ্তারের পর তিনি মোট ১৪ দিন কারাগারে ছিলেন।

পরে মামলাটি হাইকোর্টে গেলে গত বছরের ২২ মে আদালত মামলার কার্যক্রম বাতিল করে নুসরাত জাহান সোনিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এদিকে ২৮ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজুর স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মামলায় অব্যাহতি পাওয়ায় ২০১৮ সালের ৬ আগস্ট জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তার বরখাস্তকালীন সময় চাকরিকাল হিসেবে গণ্য হবে এবং বিধি অনুযায়ী ওই সময়ের বেতন-ভাতা বকেয়া হিসেবে প্রাপ্য হবেন তিনি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর শ্রেণিকক্ষে শিক্ষক নুসরাত

প্রকাশের সময়ঃ ০৭:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান সোনিয়া। সেই ঘটনার জেরে চাকরি হারানো এই শিক্ষক সাত বছর পর আবার বিদ্যালয়ে ফিরে পেলেন নিজের পদ।

গত ২৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জারি করা এক অফিস আদেশে নুসরাত জাহান সোনিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। পরদিন ২৯ ডিসেম্বর তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট মধ্যরাতে নুসরাত জাহান সোনিয়াকে পুলিশ আটক করে। পরদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই বছরের ৬ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সই করা চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গ্রেপ্তারের সময় নুসরাত সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে ওই বছরের ২৩ নভেম্বর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে সেই সন্তানের বয়স সাত বছর। গ্রেপ্তারের পর তিনি মোট ১৪ দিন কারাগারে ছিলেন।

পরে মামলাটি হাইকোর্টে গেলে গত বছরের ২২ মে আদালত মামলার কার্যক্রম বাতিল করে নুসরাত জাহান সোনিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এদিকে ২৮ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজুর স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মামলায় অব্যাহতি পাওয়ায় ২০১৮ সালের ৬ আগস্ট জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তার বরখাস্তকালীন সময় চাকরিকাল হিসেবে গণ্য হবে এবং বিধি অনুযায়ী ওই সময়ের বেতন-ভাতা বকেয়া হিসেবে প্রাপ্য হবেন তিনি।