
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার এই ঘটনায় প্রশাসন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষার মাত্র আধা ঘণ্টা পার না হতেই বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ নম্বর ২০৫-এ নকলের ঘটনা ধরা পড়ে।
অভিযুক্ত পরীক্ষার্থী মোসা. রোকসানা খাতুন পরীক্ষা চলাকালে গোপনে একটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন বলে অভিযোগ উঠে। বিষয়টি নজরে এলে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক মোসা. সালেহা খাতুন (সিনিয়র শিক্ষক, ভূগোল), উত্তম কুমার বর্মন (সহকারী শিক্ষক, জীববিজ্ঞান) এবং মাজেদুর রহমান ওরফে দিদার (সহকারী শিক্ষক, গণিত) তাকে তাৎক্ষণিকভাবে ডিভাইসসহ আটক করেন।
পরবর্তীতে কেন্দ্র নিয়ন্ত্রককে অবহিত করা হলে তিনি সঙ্গে সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক পরীক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুর রাজ্জাক ও মোসা. সোহাগী বেগমের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার এএন.এম ওয়াসিম ফিরোজ জানান, সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মতো গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরীক্ষার স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
দৈনিক অধিকার ডেস্ক 





















