ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ হাউসে আগুন, ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ সেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের প্রশাসন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ এবং কেমিস্ট রাকিব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় সবাই তখন আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লাগার বিষয়টি বাইরে থেকেই দেখা যাচ্ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে ভেতরে থাকা কারও সঙ্গে তখন যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, প্রকল্প এলাকায় থাকা টাউনশিপে বিপুল পরিমাণ মূল্যবান স্ক্র্যাপ সংরক্ষিত ছিল। অতীতে ওই স্ক্র্যাপ নিলামকে কেন্দ্র করে বিতর্ক ও দুর্নীতির অভিযোগ ওঠে, যা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সে কারণে কেউ কেউ ধারণা করছেন, প্রমাণ নষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ঢাকার প্রধান কার্যালয়ের প্রকৌশলী মাহমুদ আলম। তিনি জানান, গত মাসে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় স্ক্র্যাপ ইয়ার্ডে উল্লেখযোগ্য কোনো মালামাল চোখে পড়েনি।

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ হাউসে আগুন, ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণে

প্রকাশের সময়ঃ ০৩:২৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ সেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের প্রশাসন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ এবং কেমিস্ট রাকিব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় সবাই তখন আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লাগার বিষয়টি বাইরে থেকেই দেখা যাচ্ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে ভেতরে থাকা কারও সঙ্গে তখন যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, প্রকল্প এলাকায় থাকা টাউনশিপে বিপুল পরিমাণ মূল্যবান স্ক্র্যাপ সংরক্ষিত ছিল। অতীতে ওই স্ক্র্যাপ নিলামকে কেন্দ্র করে বিতর্ক ও দুর্নীতির অভিযোগ ওঠে, যা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সে কারণে কেউ কেউ ধারণা করছেন, প্রমাণ নষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ঢাকার প্রধান কার্যালয়ের প্রকৌশলী মাহমুদ আলম। তিনি জানান, গত মাসে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় স্ক্র্যাপ ইয়ার্ডে উল্লেখযোগ্য কোনো মালামাল চোখে পড়েনি।