ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

গণভোট সামনে রেখে প্রশাসনের ব্যাপক প্রচারণা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাইকিং, ব্যানার-পোস্টার, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভাসহ উপজেলার সব ইউনিয়নে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে গণভোটের তারিখ, পদ্ধতি ও গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে সচেতনতামূলক ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে।

‎এ ছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রচারণায় গণভোটকে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে নতুন ভোটার ও তরুণদের গণভোট সম্পর্কে সচেতন করতে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্রও উঠে আসছে। উপজেলার কয়েকটি গ্রামের ভোটাররা জানান, মাইকিং শোনা গেলেও গণভোটের বিষয়বস্তু ও ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। একাধিক ভোটারের ভাষ্য, “হ্যাঁ বা না—কোনটার অর্থ কী, কী বিষয়ে ভোট—এইটা পরিষ্কার করে কেউ বুঝিয়ে বলেনি।” বিশেষ করে গ্রামীণ নারী ভোটারদের মধ্যে বিভ্রান্তি বেশি বলে অভিযোগ রয়েছে।

‎এদিকে গণভোটকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার মনিটরিং টিম সক্রিয়ভাবে কাজ করছে।

‎রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের ওপরই এর সফলতা নির্ভর করে। সে কারণেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটকে সফল করতে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

গণভোট সামনে রেখে প্রশাসনের ব্যাপক প্রচারণা

প্রকাশের সময়ঃ ১২:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাইকিং, ব্যানার-পোস্টার, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভাসহ উপজেলার সব ইউনিয়নে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে গণভোটের তারিখ, পদ্ধতি ও গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে সচেতনতামূলক ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে।

‎এ ছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রচারণায় গণভোটকে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে নতুন ভোটার ও তরুণদের গণভোট সম্পর্কে সচেতন করতে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্রও উঠে আসছে। উপজেলার কয়েকটি গ্রামের ভোটাররা জানান, মাইকিং শোনা গেলেও গণভোটের বিষয়বস্তু ও ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। একাধিক ভোটারের ভাষ্য, “হ্যাঁ বা না—কোনটার অর্থ কী, কী বিষয়ে ভোট—এইটা পরিষ্কার করে কেউ বুঝিয়ে বলেনি।” বিশেষ করে গ্রামীণ নারী ভোটারদের মধ্যে বিভ্রান্তি বেশি বলে অভিযোগ রয়েছে।

‎এদিকে গণভোটকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার মনিটরিং টিম সক্রিয়ভাবে কাজ করছে।

‎রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের ওপরই এর সফলতা নির্ভর করে। সে কারণেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটকে সফল করতে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।