
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এ বিষয়ে আপসের কোনো সুযোগ নেই—প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও নামবে এনসিপি।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনে বর্তমানে পেশিশক্তির প্রদর্শনী চলছে। তিনি বলেন, “শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।”
দ্বৈত নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, “যারা অতীতে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে এবং সেখানে সম্পদ গড়েছে, তারা এখন দ্বৈত নাগরিক হয়েও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশ নিতে দেব না।”
এনসিপির এই নেতা আরও বলেন, যদি ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকদের কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে দলটি আইনি পদক্ষেপের পাশাপাশি রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, “এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়সারা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
দৈনিক অধিকার ডেস্ক 
























