

উজ্জল গির,রংপুর বিভাগীয় ব্যুরোঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলগামী ইসলাম পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে মুরগির লিটারবাহী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোচের ড্রাইভার গুরুতর আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল ৯টার দিকে নেকমরদ–রাণীশংকৈল মহাসড়কের ভোলাপাড়া টেকিয়া মহেষপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের নৈশ কোচটি (ঢাকা মেট্রো ব-১৫-৬৫১৫) রাণীশংকৈল যাচ্ছিল। অপরদিকে রাণীশংকৈল থেকে নেকমরদের দিকে যাচ্ছিল মুরগির লিটারবাহী একটি খালি ট্রাক। ভোলাপাড়া ভাটার রাস্তার কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে কোচটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় কোচের ড্রাইভার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দৈনিক অধিকার ডেস্ক 















