
আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি , চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী এক অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রবিবার ১৯ অক্টোবর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১. মো. রাসেল মোল্লা পিন্টু (২৬), পিতা: আনসার আলী মোল্লা, গ্রাম: দশমি গুলশান পাড়া, দামুড়হুদা।
২. সবুজ (২৪), পিতা: আসিকুর রহমান মিন্টু, গ্রাম: দশমি গুলশান পাড়া, দামুড়হুদা।
৩. জাহিদ হাসান (৩০), পিতা: তোফাজ্জল হোসেন মিন্টু, গ্রাম: দশমি পাড়া, দামুড়হুদা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কার্যালয়ের বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে।
নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার দশমি গুলশান পাড়া এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে দশমি গুলশান পাড়ার মো. রাসেল মোল্লা পিন্টুর মিষ্টি বানানোর গোডাউনের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে প্রথমে রাসেল মোল্লা পিন্টু, সবুজ ও জাহিদ হাসানকে আটক করা হয়।
এ সময় উপস্থিত সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের দেহ তল্লাশি করা হলে নীল রংয়ের পলিথিন প্যাকেটে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর আসামী মো. রাসেল মোল্লা পিন্টুর বাড়ি তল্লাশী করেও আরও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সবমিলিয়ে তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দশমি গুলশান পাড়াসহ আশপাশের এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রেফতারকৃতদের আজ (সোমবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
দৈনিক অধিকার ডেস্ক 
























