
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি বাইরে চলে যায় বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।তিনি বলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।”পরিচালক আরও জানান, ঘটনাটি জানামাত্র চিড়িয়াখানার ভেতরে থাকা সব দর্শনার্থীকে নিরাপদে বের করে দেওয়া হয়েছে।সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো প্রশ্নের জবাবে তিনি বলেন, “সম্ভবত তালা লাগানো হয়নি। কারণ কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা পাওয়া যায়নি। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।”ঘটনার কারণ অনুসন্ধানে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।
দৈনিক অধিকার ডেস্কঃ 



















