
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্যে ছড়ানোর ব্যাপারে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ তথ্য জানান।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফশিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ তথ্য জানান।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, বিভিন্ন কারণে এবার নির্বাচন গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ ভাবমূর্তি উদ্ধারের সুযোগ। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ ভাবমূর্তি উদ্ধারের সুযোগ। প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোটার আনা হচ্ছে। এছাড়া কারাগারে থাকা ব্যক্তিদেরও ভোটার তালিকায় আনা হচ্ছে।সিইসি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য দেওয়া থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীদের হেয় করা হচ্ছে। এরকম কোন তথ্য বা এআই দিয়ে হেয় করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক অধিকার ডেস্কঃ 


















