
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে প্রথম পূর্ণমিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বৃহস্পতিবার সকালে (১৮ ডিসেম্বর) পূর্নমিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাবি উপ-উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দীন খান। এরপর বর্ণাঢ্য রেলি বেরহয়ে রাবির বিভিন্ন জায়গা ঘুরে টিএসসিসি চত্বরে এসে শেষ হয়। এরপর রাবির টাংঙ্গাইল জেলা সমিতির পূর্নমিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাংঙ্গাইল জেলা সমিতির (টাজেস) সভাপতি পাপিয়া সুলতানা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল সিকদার । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট শিল্পপতি আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিটাস এর সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান । সহ টাংঙ্গাইলের গুনিজন ও রাবির প্রাক্তন শিক্ষার্থী গণ।এসময় বক্তারা বলেন, জেলা ভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাঙ্গাইল জেলা সমিতি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পূর্নমিলনীতে আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন ধারাবাহিকভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দ মাসুদ, রাজশাহী 
























