ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

ঋণের চাপে পেঁয়াজ ব্যবসায়ীর আত্মহত্যা, চাঁপাইনবাবগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাহাতাব হোসেন (৪০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহাতাব হোসেন রাজশাহীর পুঠিয়া থানার ভাল্লুকগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। জীবিকার তাগিদে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করে পেঁয়াজের ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মাহাতাব তার ভাড়া বাসার দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মাহাতাব আগে একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কোম্পানিতে চাকরি করতেন। চাকরি ছাড়ার পরও ওই কোম্পানির কিছু পাওনা টাকার বিষয় নিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আর্থিক চাপ ও ঋণজনিত মানসিক দুশ্চিন্তার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নির্বাচন প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ- আহত প্রায় ১০

ঋণের চাপে পেঁয়াজ ব্যবসায়ীর আত্মহত্যা, চাঁপাইনবাবগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৭:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাহাতাব হোসেন (৪০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহাতাব হোসেন রাজশাহীর পুঠিয়া থানার ভাল্লুকগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। জীবিকার তাগিদে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করে পেঁয়াজের ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মাহাতাব তার ভাড়া বাসার দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মাহাতাব আগে একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কোম্পানিতে চাকরি করতেন। চাকরি ছাড়ার পরও ওই কোম্পানির কিছু পাওনা টাকার বিষয় নিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আর্থিক চাপ ও ঋণজনিত মানসিক দুশ্চিন্তার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।