ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা-গ্রেপ্তার-৯

সার্জেন্ট আতাউল ট্রাফিক পুলিশবক্স,চাঁপাইনবাবগঞ্জ।ছবি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর অবশেষে পুলিশ মামলা দায়ের করেছে।
শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্স এ হামলা ও লুটপাট এবং অগ্নিসংযোগে  প্রায় ২৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে সদর থানার ওসি নূরে আলম বলেন, শুক্রবারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগর দায়েকৃত মামলায় এজাহার নামীয় ১৫ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

 

এর আগে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ চেকপোষ্ট এড়িযে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ । এ সময় বিক্ষুরা ‘পুলিশের ধাক্কায়র নিয়ন্ত্রন হারিয়ে মারা যাবার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে । এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা-গ্রেপ্তার-৯

প্রকাশের সময়ঃ ০৬:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর অবশেষে পুলিশ মামলা দায়ের করেছে।
শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্স এ হামলা ও লুটপাট এবং অগ্নিসংযোগে  প্রায় ২৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে সদর থানার ওসি নূরে আলম বলেন, শুক্রবারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগর দায়েকৃত মামলায় এজাহার নামীয় ১৫ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

 

এর আগে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ চেকপোষ্ট এড়িযে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ । এ সময় বিক্ষুরা ‘পুলিশের ধাক্কায়র নিয়ন্ত্রন হারিয়ে মারা যাবার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে । এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।