
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না। তোমার শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ। শনিবার মানিক মিয়ায় শহীদ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।হাদির উদ্দেশে তিনি বলেন, সবাই মিলে যে যেখানেই আছি, তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠাবসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা প্রাণে গ্রহণ করছি। যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে। আমরা সেটা অনুসরণ করতে পারি।জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির নামাজে জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লাখ লাখ মানুষ অংশ নেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটায় দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর।
দৈনিক অধিকার ডেস্ক 


















