ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা

বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি- সৈয়দ মাসুদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়। জানাজা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম।

গায়েবানা জানাজায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা।

জানাজা শেষে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তিনি যে রাজনৈতিক শিষ্টতা ও সহনশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা সবার জন্য অনুকরণীয়।”

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা স্মরণ করে নানা মহল থেকে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা

প্রকাশের সময়ঃ ০৬:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়। জানাজা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম।

গায়েবানা জানাজায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা।

জানাজা শেষে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তিনি যে রাজনৈতিক শিষ্টতা ও সহনশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা সবার জন্য অনুকরণীয়।”

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা স্মরণ করে নানা মহল থেকে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।