ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তীব্র শীতেও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড়। গতকাল রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও থামেনি মানুষের শ্রদ্ধা। দলের ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচির চতুর্থ দিন গতকাল শনিবারও নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁর কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করে। এদিন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেক ভিড় ছিল।

গতকাল রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থল ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে ভোরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। কবর জিয়ারত করে তারা প্রয়াত এই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করে। কেউ কেউ সমাধিতে ফুল ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। শিগগিরই খালেদা জিয়ার সমাধির চারপাশ ফুলে ফুলে ছেয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। জিয়া উদ্যানের বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় আগতদের।

রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লাসহ দেশের নানা জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে এসে কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দাঁড়িয়ে তাঁরা দোয়া-মোনাজাতে অংশ নেন। মাইক থেকে ভেসে আসে পবিত্র কোরআন তিলাওয়াতের ধ্বনি।

জাতীয়তাবাদী উলামা দলের স্থাপিত একটি ছোট মঞ্চে কোরআন তিলাওয়াত চলতে থাকে। সকাল সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।পরে বিকেল ৫টার কিছু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে শ্রমিক দল শ্রদ্ধা জানাতে আসে। এ ছাড়া জাতীয়তাবাদী তৃণমূল দল, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী সমবায় দল ও জিয়া সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে।

সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। 

গত ৩১ ডিসেম্বর দাফনের প্রথম দিন নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকলেও পরদিন ১ জানুয়ারি সকাল থেকে কবর জিয়ারত উন্মুক্ত করে দেওয়া হয়। এর পর থেকে মানুষের ঢল অব্যাহত থাকে।

মানুষের কণ্ঠে ভালোবাসা ও শোক : প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা অনেকে বলেন, গণতন্ত্র ও দেশের জন্য আজীবন সংগ্রাম করা এই নেত্রী দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

কুমিল্লা থেকে আসা বিএনপিকর্মী আব্দুল হানিফ বলেন, ‘নেত্রীর কারণে রাজনীতিতে আসা। আজ নেত্রী নাই। জানাজায় এসেছিলাম, আজ আবার সুযোগ পেয়ে এসেছি। আমাদের নেত্রীর প্রতি ভালোবাসা থেকেই আমরা বারবার এখানে ছুটে আসছি।’

গাজীপুর থেকে আসা তরুণ দর্শনার্থী রাশেদ মাহমুদ বলেন, ‘আমরা অনেকেই তাঁকে কাছ থেকে দেখিনি। টিভিতেও শুধু উনার অসুস্থের নিউজ দেখতাম। কিন্তু ৫ আগস্টের পর তাঁর রাজনৈতিক সংগ্রামের গল্পগুলো সামনে আসতে শুরু করলে, তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। আজ তাঁকে শ্রদ্ধা জানাতে এসে মনে হচ্ছে, অরো কিছুদিন তিনি বেঁচে থেকে দেশকে একটা লাইনে নিয়ে আসলে ভালো হতো।’

রাজধানীর শ্যামলী থেকে আসা বয়স্ক নারী নাজমা খাতুন বলেন, ‘আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। কিন্তু আমরা খালেদা জিয়ারে চিনি। টিভিতে খালেদা জিয়ার বক্তৃতা দেখালে বসে শুনতাম, ভালো লাগত এক নারী দেশ চালাচ্ছেন দেখে, কত সুন্দর করে সহজে গুছাইয়া কথা বলতেন!’

বিশেষ দোয়া মাহফিল : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচির চতুর্থ দিনও দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

তীব্র শীতেও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড়

প্রকাশের সময়ঃ ০৮:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও থামেনি মানুষের শ্রদ্ধা। দলের ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচির চতুর্থ দিন গতকাল শনিবারও নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁর কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করে। এদিন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেক ভিড় ছিল।

গতকাল রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থল ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে ভোরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। কবর জিয়ারত করে তারা প্রয়াত এই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করে। কেউ কেউ সমাধিতে ফুল ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। শিগগিরই খালেদা জিয়ার সমাধির চারপাশ ফুলে ফুলে ছেয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। জিয়া উদ্যানের বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় আগতদের।

রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লাসহ দেশের নানা জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে এসে কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দাঁড়িয়ে তাঁরা দোয়া-মোনাজাতে অংশ নেন। মাইক থেকে ভেসে আসে পবিত্র কোরআন তিলাওয়াতের ধ্বনি।

জাতীয়তাবাদী উলামা দলের স্থাপিত একটি ছোট মঞ্চে কোরআন তিলাওয়াত চলতে থাকে। সকাল সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।পরে বিকেল ৫টার কিছু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে শ্রমিক দল শ্রদ্ধা জানাতে আসে। এ ছাড়া জাতীয়তাবাদী তৃণমূল দল, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী সমবায় দল ও জিয়া সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে।

সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। 

গত ৩১ ডিসেম্বর দাফনের প্রথম দিন নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকলেও পরদিন ১ জানুয়ারি সকাল থেকে কবর জিয়ারত উন্মুক্ত করে দেওয়া হয়। এর পর থেকে মানুষের ঢল অব্যাহত থাকে।

মানুষের কণ্ঠে ভালোবাসা ও শোক : প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা অনেকে বলেন, গণতন্ত্র ও দেশের জন্য আজীবন সংগ্রাম করা এই নেত্রী দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

কুমিল্লা থেকে আসা বিএনপিকর্মী আব্দুল হানিফ বলেন, ‘নেত্রীর কারণে রাজনীতিতে আসা। আজ নেত্রী নাই। জানাজায় এসেছিলাম, আজ আবার সুযোগ পেয়ে এসেছি। আমাদের নেত্রীর প্রতি ভালোবাসা থেকেই আমরা বারবার এখানে ছুটে আসছি।’

গাজীপুর থেকে আসা তরুণ দর্শনার্থী রাশেদ মাহমুদ বলেন, ‘আমরা অনেকেই তাঁকে কাছ থেকে দেখিনি। টিভিতেও শুধু উনার অসুস্থের নিউজ দেখতাম। কিন্তু ৫ আগস্টের পর তাঁর রাজনৈতিক সংগ্রামের গল্পগুলো সামনে আসতে শুরু করলে, তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। আজ তাঁকে শ্রদ্ধা জানাতে এসে মনে হচ্ছে, অরো কিছুদিন তিনি বেঁচে থেকে দেশকে একটা লাইনে নিয়ে আসলে ভালো হতো।’

রাজধানীর শ্যামলী থেকে আসা বয়স্ক নারী নাজমা খাতুন বলেন, ‘আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। কিন্তু আমরা খালেদা জিয়ারে চিনি। টিভিতে খালেদা জিয়ার বক্তৃতা দেখালে বসে শুনতাম, ভালো লাগত এক নারী দেশ চালাচ্ছেন দেখে, কত সুন্দর করে সহজে গুছাইয়া কথা বলতেন!’

বিশেষ দোয়া মাহফিল : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচির চতুর্থ দিনও দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।