ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

নির্বাচন উপলক্ষ্যে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য যে প্রস্তুতি, তা পুরোদমে চলছে।

পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে। আমরা আশা করছি, ভোটের জন্য সবাই প্রস্তুত থাকবেন। একই সঙ্গে সিসিটিভি এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলছে। আশা করা হচ্ছে, ৩১ জানুয়ারির মধ্যে এসব শেষ হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব একটি অ্যাপ তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো স্থানে ভোট চলাকালীন কোনো সহিংসতা ঘটলে তা দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে। এতে প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা মুভ করা সম্ভব হবে। এ ছাড়া, প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে এবং ঢাকায়ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ-প্রেস সচিব

প্রকাশের সময়ঃ ০৮:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

নির্বাচন উপলক্ষ্যে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য যে প্রস্তুতি, তা পুরোদমে চলছে।

পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে। আমরা আশা করছি, ভোটের জন্য সবাই প্রস্তুত থাকবেন। একই সঙ্গে সিসিটিভি এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলছে। আশা করা হচ্ছে, ৩১ জানুয়ারির মধ্যে এসব শেষ হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব একটি অ্যাপ তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো স্থানে ভোট চলাকালীন কোনো সহিংসতা ঘটলে তা দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে। এতে প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা মুভ করা সম্ভব হবে। এ ছাড়া, প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে এবং ঢাকায়ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।