ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নির্বাচন কমিশনে দুই দিনে ১৬৪ প্রার্থীর আপিল জমা

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের সংখ্যা বাড়ছে। দ্বিতীয় দিন শেষে মোট ১৬৪টি আবেদন জমা পড়েছে। প্রথমদিন ৪২টি আপিলের পর দ্বিতীয় দিনে জমা পড়েছে ১২২টি আপিল আবেদন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দ্বিতীয় দিনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত ইসির কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দিনের আপিলে মোট ১৬৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মঙ্গলবার ১২২টি এবং সোমবার জমা হয়েছিল ৪২টি আবেদন।

ইসি সূত্রে জানা গেছে, যারা আপিল আবেদন করছেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মূলত মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষরের তথ্যে গরমিল সংক্রান্ত সমস্যাই আপিলের প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে।

আপিলের এ কার্যক্রম চলবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনে দুই দিনে ১৬৪ প্রার্থীর আপিল জমা

প্রকাশের সময়ঃ ০৮:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের সংখ্যা বাড়ছে। দ্বিতীয় দিন শেষে মোট ১৬৪টি আবেদন জমা পড়েছে। প্রথমদিন ৪২টি আপিলের পর দ্বিতীয় দিনে জমা পড়েছে ১২২টি আপিল আবেদন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দ্বিতীয় দিনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত ইসির কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দিনের আপিলে মোট ১৬৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মঙ্গলবার ১২২টি এবং সোমবার জমা হয়েছিল ৪২টি আবেদন।

ইসি সূত্রে জানা গেছে, যারা আপিল আবেদন করছেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মূলত মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষরের তথ্যে গরমিল সংক্রান্ত সমস্যাই আপিলের প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে।

আপিলের এ কার্যক্রম চলবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।