
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনজন ইউপি সদস্যের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপির একাংশের সভাপতি ইয়াজদানী আল রাজী জর্জের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভোলাহাট উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় উপজেলা বিএনপির ব্যানারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়।
বিএনপিতে যোগদানকারী ইউপি সদস্যরা হলেন—ভোলাহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর রেজা এবং গোহালবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৩ নম্বর ইউপি সদস্য আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সদস্য রহমত, সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাকিবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর রেজা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বর্তমান রাজনীতি আমাদের আকৃষ্ট করেছে। সেই বিশ্বাস থেকেই আমরা দলটিতে যোগ দিয়েছি।”
উপজেলা বিএনপির একাংশের সভাপতি ইয়াজদানী আল রাজী জর্জ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে আস্থা রেখে অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আজ বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা সবাইকে দলে স্বাগত জানিয়েছি।”
তিনি আরও জানান, বিএনপিতে যোগদানের জন্য আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী যোগাযোগ করছেন। শিগগিরই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদেরও দলে অন্তর্ভুক্ত করা হবে।
যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার সব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
দৈনিক অধিকার ডেস্ক 






















