
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যবহৃত পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার মুদ্রণের ক্ষেত্রে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ধারাবাহিকতা বা ক্রম অনুসরণ করা হয়েছে।
ধানের শীষ প্রতীক ব্যালটের ভাঁজে চলে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ত্রুটি হতে পারে। তবে ব্যালট ছাপার সঙ্গে জড়িতদের কাছ থেকে বিস্তারিত না জেনে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে—সরকারি গেজেটে যে অর্ডার বা ক্রম প্রকাশ করা হয়েছিল, সেই অনুযায়ীই প্রতীকগুলো ব্যালটে বিন্যস্ত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে, যাতে ভাঁজ করার পর সেটি সহজে চোখে পড়ে না। তিনি এখনও বিতরণ না হওয়া ব্যালটগুলো সংশোধনের দাবিও জানান।
এ বিষয়ে ব্যালট পুনর্মুদ্রণ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিষয়টি কমিশনের বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে এ নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি জানান।
দৈনিক অধিকার ডেস্ক 


















