ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক- পলাতক বাবা লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আর ‘দুই দিন’ সময় লাগতে পারে চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল “স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন ৮ দল আমাদের আর ৮ দল থাকছে না- আরও অনেক দল জোট করার আবেদন করছে- গোলাম পরওয়ার

একাধিক পুরোনো ভিডিও প্রচার করে বিএনপির বিভিন্ন অফিসে হামলা দাবী করছে একটি চক্র !

ঢাকা, কুমিল্লা, যশোর, ঝিনাইদহে বিএনপি অফিসে এনসিপি ও জামায়াত-শিবিরের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দাবিতে শনিবার (১২ জুলাই) সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ভিডিও ছড়াতে দেখা গেছে। অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফরম ডিসমিসল্যাব দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে হামলার পাঁচটি ভিডিও যাচাই করে দেখেছে এগুলো পুরোনো ভিডিও। সম্প্রতি ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে চলমান বিভিন্ন বিক্ষোভের অংশ হিসেবে এই হামলা চালানো হয় দাবিতে ভুয়া ভিডিওগুলো ছড়াতে দেখা যায়।

কুমিল্লা ও ঢাকায় বিএনপি কার্যালয়ে আগুন দাবিতে মে মাসের ভিডিও

সামাজিক মাধ্যমে ছড়ানো একাধিক ভিডিওতে (১, ২, ৩, ৪) দাবি করা হচ্ছে, কুমিল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা।তবে যাচাই করে দেখা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২৫ সালের ১৭ মে-এর ঘটনা। সেদিন কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং পরবর্তীতে ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত দলটির দক্ষিণ জেলা ও মহানগর শাখার অব্যবহৃত কার্যালয়ে আগুন দেন।

ছড়িয়ে পড়া ভিডিওটির ক্লিপস সময় টিভির ১৮ মে-এর একটি প্রতিবেদনেও পাওয়া যায়।

একই ভিডিও ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ বিএনপির ঢাকা মহানগর কেন্দ্রীয় অফিসে আগুন দিয়েছে (১, ২) দাবিতেও প্রচারিত হয়।

ঝিনাইদহে বিএনপি অফিসে ভাঙচুর দাবিতে গত বছরের ভিডিও প্রচার

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি অফিসে এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাঙচুর ও আগুন দেওয়ার দাবিতে আরেকটি ভিডিও (১, ২) সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। যাচাইয়ে দেখা গেছে, এই ভিডিওটিও সাম্প্রতিক নয়।

দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার ঝিনাইদহ প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে, ভিডিওটি পুরোনো। কালের কণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুণ্ডু জানান, তিনি ভিডিওটি দেখার পর ঘটনাস্থলে যান এবং সেখানে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের চিহ্ন দেখেননি। পরবর্তীতে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, ভিডিওটি ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ধারণ করা, এবং সেটি ছিল আওয়ামী লীগপন্থি একটি গ্রুপের হামলার ঘটনা।

অরিত্র কুণ্ডু শনিবার (১২ জুলাই) কার্যালয়টির বর্তমান ছবিও তুলেছেন, যেখানে কোনো ক্ষতির চিহ্ন নেই। একই তথ্য নিশ্চিত করেছেন দৈনিক কালবেলার ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপুও।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালীগঞ্জ শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরবর্তীতে ৯৪ জন আওয়ামী লীগ নেতা কর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।

যশোরে হামলার দাবিতে লালমনিরহাটের ২০২৩ সালের ভিডিও

যশোরে শতাধিক মানুষের সামনে বিএনপির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে দাবিতে আরো একটি ভিডিও (১, ২, ৩) শনিবার (১২ জুলাই) সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে যাচাইয়ে দেখা যায় ভিডিওটি যশোরের নয়, এটি ২০২৩ সালের অক্টোবরে লালমনিরহাটে এক বিএনপি নেতার কার্যালয়ে হামলার সময় ধারণকৃত ভিডিও। লালমনি পোস্ট নামে লালমনিরহাট জেলার স্থানীয় একটি পত্রিকার ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি পাওয়া যায়।

যাচাইয়ে দেখা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমনিরহাটের মিশন রোডে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে (১, ২) ঘটনাটির বিস্তারিত বিবরণ ও ছবি মিলে। 

খিলক্ষেতে উচ্ছেদ অভিযানের ভিডিও হামলা দাবিতে প্রচার

সারা বাংলাদেশে একযোগে বিএনপি অফিসে সাধারণ মানুষের হামলা চলছে- দাবিতে আরো একটি ভিডিও ছড়াতে দেখা গেছে। রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির প্রধান কার্যালয় ভেঙে ফেলা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে ভিডিওটি (১, ২, ৩, ৪) ছড়াতে দেখা যায়।

তবে যাচাইয়ে মূল ভিডিওটি ২০২৫ সালের ২৬ জুন জাগো নিউজ–এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম অনুসারে, সাধারণ জনতা নয়, বরং এটি ছিল যৌথবাহিনীর অভিযান।

উল্লেখ, গত ২৬ জুন খিলক্ষেত রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থাৎ, এই ভিডিওটিও আজকের নয়, অন্তত দুই সপ্তাহ পুরোনো।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দাবিতে নয় মাস আগের ভিডিও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে দাবিতে আরো একটি ভিডিও (১, ২) ছড়াতে দেখা গেছে। মুক্তিবাহিনী নামের একটি ফেসবুক পেজ থেকে একাত্তর টিভির প্রতিবেদনের একটি অংশ ছড়িয়ে বিএনপি অফিসে আগুন দেওয়ার দাবি করা হয়। যাচাইয়ে দেখা যায়, একাত্তর টিভির মূল প্রতিবেদনটি গত বছরের ৮ অক্টোবর প্রকাশিত হয়। অর্থাৎ, এই ভিডিওটির সাম্প্রতিক নয়।

প্রসঙ্গত, গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চারজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানিয়েছে। এ ঘটনার পরই দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার বিক্ষোভ-সমাবেশের আয়োজন হয়। যার পরিপ্রেক্ষিতে এনসিপি ও জামায়াত-শিবির সাধারণ মানুষের ক্ষোভ থেকে বিএনপির বিভিন্ন কার্যালয়ে হামলা চালায় বলে একাধিক পুরোনো ভিডিও প্রচারিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর

একাধিক পুরোনো ভিডিও প্রচার করে বিএনপির বিভিন্ন অফিসে হামলা দাবী করছে একটি চক্র !

প্রকাশের সময়ঃ ০৯:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকা, কুমিল্লা, যশোর, ঝিনাইদহে বিএনপি অফিসে এনসিপি ও জামায়াত-শিবিরের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দাবিতে শনিবার (১২ জুলাই) সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ভিডিও ছড়াতে দেখা গেছে। অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফরম ডিসমিসল্যাব দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে হামলার পাঁচটি ভিডিও যাচাই করে দেখেছে এগুলো পুরোনো ভিডিও। সম্প্রতি ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে চলমান বিভিন্ন বিক্ষোভের অংশ হিসেবে এই হামলা চালানো হয় দাবিতে ভুয়া ভিডিওগুলো ছড়াতে দেখা যায়।

কুমিল্লা ও ঢাকায় বিএনপি কার্যালয়ে আগুন দাবিতে মে মাসের ভিডিও

সামাজিক মাধ্যমে ছড়ানো একাধিক ভিডিওতে (১, ২, ৩, ৪) দাবি করা হচ্ছে, কুমিল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা।তবে যাচাই করে দেখা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২৫ সালের ১৭ মে-এর ঘটনা। সেদিন কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং পরবর্তীতে ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত দলটির দক্ষিণ জেলা ও মহানগর শাখার অব্যবহৃত কার্যালয়ে আগুন দেন।

ছড়িয়ে পড়া ভিডিওটির ক্লিপস সময় টিভির ১৮ মে-এর একটি প্রতিবেদনেও পাওয়া যায়।

একই ভিডিও ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ বিএনপির ঢাকা মহানগর কেন্দ্রীয় অফিসে আগুন দিয়েছে (১, ২) দাবিতেও প্রচারিত হয়।

ঝিনাইদহে বিএনপি অফিসে ভাঙচুর দাবিতে গত বছরের ভিডিও প্রচার

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি অফিসে এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাঙচুর ও আগুন দেওয়ার দাবিতে আরেকটি ভিডিও (১, ২) সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। যাচাইয়ে দেখা গেছে, এই ভিডিওটিও সাম্প্রতিক নয়।

দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার ঝিনাইদহ প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে, ভিডিওটি পুরোনো। কালের কণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুণ্ডু জানান, তিনি ভিডিওটি দেখার পর ঘটনাস্থলে যান এবং সেখানে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের চিহ্ন দেখেননি। পরবর্তীতে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, ভিডিওটি ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ধারণ করা, এবং সেটি ছিল আওয়ামী লীগপন্থি একটি গ্রুপের হামলার ঘটনা।

অরিত্র কুণ্ডু শনিবার (১২ জুলাই) কার্যালয়টির বর্তমান ছবিও তুলেছেন, যেখানে কোনো ক্ষতির চিহ্ন নেই। একই তথ্য নিশ্চিত করেছেন দৈনিক কালবেলার ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপুও।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালীগঞ্জ শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরবর্তীতে ৯৪ জন আওয়ামী লীগ নেতা কর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।

যশোরে হামলার দাবিতে লালমনিরহাটের ২০২৩ সালের ভিডিও

যশোরে শতাধিক মানুষের সামনে বিএনপির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে দাবিতে আরো একটি ভিডিও (১, ২, ৩) শনিবার (১২ জুলাই) সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে যাচাইয়ে দেখা যায় ভিডিওটি যশোরের নয়, এটি ২০২৩ সালের অক্টোবরে লালমনিরহাটে এক বিএনপি নেতার কার্যালয়ে হামলার সময় ধারণকৃত ভিডিও। লালমনি পোস্ট নামে লালমনিরহাট জেলার স্থানীয় একটি পত্রিকার ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি পাওয়া যায়।

যাচাইয়ে দেখা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমনিরহাটের মিশন রোডে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে (১, ২) ঘটনাটির বিস্তারিত বিবরণ ও ছবি মিলে। 

খিলক্ষেতে উচ্ছেদ অভিযানের ভিডিও হামলা দাবিতে প্রচার

সারা বাংলাদেশে একযোগে বিএনপি অফিসে সাধারণ মানুষের হামলা চলছে- দাবিতে আরো একটি ভিডিও ছড়াতে দেখা গেছে। রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির প্রধান কার্যালয় ভেঙে ফেলা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে ভিডিওটি (১, ২, ৩, ৪) ছড়াতে দেখা যায়।

তবে যাচাইয়ে মূল ভিডিওটি ২০২৫ সালের ২৬ জুন জাগো নিউজ–এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম অনুসারে, সাধারণ জনতা নয়, বরং এটি ছিল যৌথবাহিনীর অভিযান।

উল্লেখ, গত ২৬ জুন খিলক্ষেত রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থাৎ, এই ভিডিওটিও আজকের নয়, অন্তত দুই সপ্তাহ পুরোনো।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দাবিতে নয় মাস আগের ভিডিও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে দাবিতে আরো একটি ভিডিও (১, ২) ছড়াতে দেখা গেছে। মুক্তিবাহিনী নামের একটি ফেসবুক পেজ থেকে একাত্তর টিভির প্রতিবেদনের একটি অংশ ছড়িয়ে বিএনপি অফিসে আগুন দেওয়ার দাবি করা হয়। যাচাইয়ে দেখা যায়, একাত্তর টিভির মূল প্রতিবেদনটি গত বছরের ৮ অক্টোবর প্রকাশিত হয়। অর্থাৎ, এই ভিডিওটির সাম্প্রতিক নয়।

প্রসঙ্গত, গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চারজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানিয়েছে। এ ঘটনার পরই দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার বিক্ষোভ-সমাবেশের আয়োজন হয়। যার পরিপ্রেক্ষিতে এনসিপি ও জামায়াত-শিবির সাধারণ মানুষের ক্ষোভ থেকে বিএনপির বিভিন্ন কার্যালয়ে হামলা চালায় বলে একাধিক পুরোনো ভিডিও প্রচারিত হয়।