
উজ্জল গির,
জেলাঃ প্রতিনিধি (কিশোরগঞ্জ নীলফামারী)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায় করলে তার বিচার হবেই— সেটা ব্যক্তি হোক, কিংবা দল। দেশের আইন অনুযায়ীই সেই বিচার সম্পন্ন হবে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যারা জুলুম করেছে, তাদের বিচার হবেই। কেউ ব্যক্তি হতে পারে, কেউ দল— কিন্তু অন্যায়ের বিচার থেকে কেউ রেহাই পাবে না। এটি প্রতিশোধ নয়, এটি ন্যায়ের দাবি, আইনের দাবি।”
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন,
> “দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইনই সিদ্ধান্ত নেবে।”
তারেক রহমান নিজের ও পরিবারের ভোগান্তির কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমি ১৭ বছর ধরে প্রবাসে। ওয়ান ইলেভেনের সময় আমাকে নির্যাতন করা হয়েছিল, তারপর চিকিৎসার জন্য বিদেশে আসি। আমি যখন দেশ ছাড়ি, আমার ছোট ভাইকে, আমার সুস্থ মাকে এবং আমাদের স্মৃতিময় ঘরটি রেখে এসেছিলাম। আজ সেই ভাই আর নেই, মা অসুস্থ, আমাদের ঘর ভেঙে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এটা শুধু আমার বা আমার পরিবারের গল্প নয়— হাজারো পরিবারের গল্প, যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, যাদের স্বজনদের হ্যান্ডকাফ পরা অবস্থায় জেল বা হাসপাতালের বারান্দায় মরতে হয়েছে। যারা এসবের হুকুম দিয়েছে, যারা এসব করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।”
আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত কিনা— এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,
> “আমরা বিশ্বাস করি, রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যে দল মানুষ হত্যা করে, গুম-খুন করে, সম্পদ লুট করে, তাদের জনগণ সমর্থন করবে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না দেয়, তাহলে তাদের টিকে থাকার কোনো কারণ নেই। জনগণই সবচেয়ে বড় বিচারক।”
দৈনিক অধিকার ডেস্ক 















