
স্টাফ রিপোর্টার, শিমুল পারভেজ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আসতে যাচ্ছে নির্বাচনের পরদিনই। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইসফাক আহসানের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন রুবাবা দৌলা—যিনি হতে যাচ্ছেন বিসিবির ইতিহাসে প্রথম নারী পরিচালক।
দেশের কর্পোরেট জগতের সুপরিচিত মুখ রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল-এর মতো বহুজাতিক কোম্পানিতে শীর্ষপদে দায়িত্ব পালন করেছেন।
খেলাধুলার সাথেও তার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়াও, তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিসিবির পরিচালনা পর্ষদে রুবাবা দৌলার অন্তর্ভুক্তি একটি ঐতিহাসিক মাইলফলক। এর আগে কখনও কোনো নারী এই পর্ষদের সদস্য হননি। তার অন্তর্ভুক্তিকে নারীর ক্ষমতায়নের পাশাপাশি ক্রীড়া প্রশাসনে বহুমাত্রিক নেতৃত্বের সূচনা হিসেবেও দেখা হচ্ছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বলেন,
“আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।”
তিনি আরও জানান, বিসিবির গঠনতন্ত্র যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনের সময় এসেছে, এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠা সেই পরিবর্তনেরই অংশ।
রুবাবা দৌলার মনোনয়ন কেবল বিসিবির জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক ক্রীড়া প্রশাসনের জন্যই একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
দৈনিক অধিকার ডেস্ক 















