
শিমুল পারভেজ,স্টাফ রিপোর্টার:-
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে সদর মডেল থানাধীন বারঘড়িয়া কাজীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১️ মোছা: শিরিন বেগম (৩৫), স্বামী: মো: রবিউল ইসলাম
২️ মো: রবিউল ইসলাম (৪৬), পিতা: মৃত পিন্টু শেখ
উভয়ের ঠিকানা: বারঘড়িয়া কাজীপাড়া, সদর মডেল থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
অভিযান সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্বামী-স্ত্রীর কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক অধিকার ডেস্ক 















