ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক- পলাতক বাবা লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আর ‘দুই দিন’ সময় লাগতে পারে চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল “স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন ৮ দল আমাদের আর ৮ দল থাকছে না- আরও অনেক দল জোট করার আবেদন করছে- গোলাম পরওয়ার

নান্দাইলে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

(ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে নান্দাইল-হোসেনপুর সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষক ও তার সহযোগীর গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীর চরে অবস্থিত একটি মৎস্য খামারের ঘরে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। বিদ্যালয়ে যাবার পথে তাকে ফুসলিয়ে নিয়ে যায় প্রতিবেশী সুরুজ মিয়া (৪৫)। পরে টঙ্গীর চর গ্রামের মাসুদ মিয়ার ছেলে সজিব মিয়া তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, থানায় অভিযোগ করার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা তাদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করছে। এখনও মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ছাত্রীর পিতা তোফাজ্জল হোসেন বলেন, “আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই সুবিচারের আশায় রাস্তায় নেমেছি।”

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “অভিযোগপত্রে কিছু অসম্পূর্ণতা রয়েছে। বাদীর কাছ থেকে পূর্ণাঙ্গ অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর

নান্দাইলে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৪:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

(ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে নান্দাইল-হোসেনপুর সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষক ও তার সহযোগীর গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীর চরে অবস্থিত একটি মৎস্য খামারের ঘরে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। বিদ্যালয়ে যাবার পথে তাকে ফুসলিয়ে নিয়ে যায় প্রতিবেশী সুরুজ মিয়া (৪৫)। পরে টঙ্গীর চর গ্রামের মাসুদ মিয়ার ছেলে সজিব মিয়া তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, থানায় অভিযোগ করার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা তাদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করছে। এখনও মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ছাত্রীর পিতা তোফাজ্জল হোসেন বলেন, “আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই সুবিচারের আশায় রাস্তায় নেমেছি।”

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “অভিযোগপত্রে কিছু অসম্পূর্ণতা রয়েছে। বাদীর কাছ থেকে পূর্ণাঙ্গ অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।