
চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামের পুনরায় দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, ২০১৮ সালের ‘রাতের ভোট’কে বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দিয়েছিলেন আমিনুল ইসলাম, যা তৃণমূলের কর্মীদের কাছে ছিল বড় ধরনের আঘাত। তারা আরও বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এমপি হওয়া সত্ত্বেও চার বছর মেয়াদে তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়াননি, বরং হামলা-মামলার শিকার কর্মীদের জন্য কোনও ধরনের সহযোগিতাও করেননি।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “যে ব্যক্তি দলের সংকটময় মুহূর্তে পাশে ছিল না, তাকে আবার মনোনয়ন দেওয়া তৃণমূলের প্রতি অবজ্ঞা।”
তারা অবিলম্বে আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি তোলেন।
নিজস্ব প্রতিবেদক 










