
ভোলা-বরিশাল সেতুর দাবিতে দূরপাল্লার যান চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বুধবার ( ৩ই নভেম্বর ) দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকায় সড়ক অবরোধ করে দূরপাল্লার সকল ধরনের যান চলাচল থামিয়ে দেওয়া হয়।আন্দোলনকারী মীর মোশাররফ হোসেন ওমি বলেন, আজ আমরা ভোলার করিডোর বন্ধ আন্দোলন পালন করছি। ভোলা-বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না এলে ভোলার সড়ক ব্যবহার করে অন্য জেলায় যাতায়াতকারী সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা হয়ে লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী পরিবহন ও সাধারণ যাত্রী চলাচল করে। আমাদের দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সারা না দেওয়ায় ভোলা করিডোর বন্ধ কর্মসূচি দিতে বাধ্য হলাম৷এসময় দূরপাল্লার গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও শ্রমিকরা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবিতে আন্দোলন চললেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে ভোলাবাসীর মধ্যে।সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমান আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেন। তবে নিউজ লেখা পর্যন্ত কোনো সমঝোতা বা সমাধানের খবর পাওয়া যায়নি।
দৈনিক অধিকার ডেস্কঃ 





















