ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তারুণ্যের উৎসব টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত টি-২০ ক্রিকেট

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে কদমতলা স্পোর্টস ক্লাব। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনাল ম্যাচে টসে জিতে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে কদমতলা স্পোর্টস ক্লাব ৫৩ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী খেলায় মাত্র ছয় উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচজুড়ে বোলারদের দাপট ও ফিল্ডিংয়ের দৃঢ়তা দর্শকদের মুগ্ধ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঠে খেলতে হবে, লেখাপড়ার পাশাপাশি তাদের মাঠে দেখতে চাই।  খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নিশ্চিত করা হয়েছে।”তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসন সব সময় ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে কাজ করছে।

এর আগে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও সংগঠনের মধ্যে বিনামূল্যে বিপুল পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, জেলার মোট ২৪২টি প্রতিষ্ঠানের মাঝে ২৭২ ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ নীতিমালা অনুযায়ী টেপ টেনিস ক্রিকেট সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে- ক্রিকেট ব্যাট ২২টি, ক্রিকেট বল ৬৩টি, ব্যাটিং গ্লাভস ২১ জোড়া ও উইকেট কিপিং গ্লাভস ১০ জোড়া। ক্রিকেট সামগ্রীর মধ্যে রয়েছে- ব্যাট ৭০টি, বল ১৮৩টি, ব্যাটিং প্যাড ৬১ জোড়া, ব্যাটিং গ্লাভস ৬১ জোড়া, উইকেট কিপিং প্যাড ৩১ জোড়া, উইকেট কিপিং গ্লাভস ৩১ জোড়া, অ্যাবডোমিনাল গার্ড ৯৩টি, স্ট্যাম্পসহ বেল ৩১টি এবং হেলমেট ৯২টি। এছাড়া অন্যান্য খেলাধুলার জন্য বিতরণ করা হয়েছে- ফুটবল ৫৭৫টি, ভলিবল ১৬৮টি, ভলিবল নেট ৬৯টি, ব্যাডমিন্টন র‍্যাকেট ৩১৫টি, ব্যাডমিন্টন শাটল ৭৬ বক্স, ব্যাডমিন্টন নেট ৭৬টি, হ্যান্ডবল (সাইজ-১) ২৪টি, হ্যান্ডবল (সাইজ-২) ৩২টি এবং দাবা ৪১ সেট।

অনুষ্ঠানের সভাপতি জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন,“তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টি-২০ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও খেলাধুলার আগ্রহ বাড়িয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করার ফলে প্রতিষ্ঠানগুলো সহজেই প্রশিক্ষণ ও নিয়মিত খেলাধুলার কার্যক্রম পরিচালনা করতে পারবে।” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হোসেন শান্ত, তৌফিকুর রহমান রতনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও খেলোয়াড়রা। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট ও সময়োপযোগী ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের উৎসব টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়

প্রকাশের সময়ঃ ০৬:১১:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে কদমতলা স্পোর্টস ক্লাব। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনাল ম্যাচে টসে জিতে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে কদমতলা স্পোর্টস ক্লাব ৫৩ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী খেলায় মাত্র ছয় উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচজুড়ে বোলারদের দাপট ও ফিল্ডিংয়ের দৃঢ়তা দর্শকদের মুগ্ধ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঠে খেলতে হবে, লেখাপড়ার পাশাপাশি তাদের মাঠে দেখতে চাই।  খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নিশ্চিত করা হয়েছে।”তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসন সব সময় ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে কাজ করছে।

এর আগে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও সংগঠনের মধ্যে বিনামূল্যে বিপুল পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, জেলার মোট ২৪২টি প্রতিষ্ঠানের মাঝে ২৭২ ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ নীতিমালা অনুযায়ী টেপ টেনিস ক্রিকেট সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে- ক্রিকেট ব্যাট ২২টি, ক্রিকেট বল ৬৩টি, ব্যাটিং গ্লাভস ২১ জোড়া ও উইকেট কিপিং গ্লাভস ১০ জোড়া। ক্রিকেট সামগ্রীর মধ্যে রয়েছে- ব্যাট ৭০টি, বল ১৮৩টি, ব্যাটিং প্যাড ৬১ জোড়া, ব্যাটিং গ্লাভস ৬১ জোড়া, উইকেট কিপিং প্যাড ৩১ জোড়া, উইকেট কিপিং গ্লাভস ৩১ জোড়া, অ্যাবডোমিনাল গার্ড ৯৩টি, স্ট্যাম্পসহ বেল ৩১টি এবং হেলমেট ৯২টি। এছাড়া অন্যান্য খেলাধুলার জন্য বিতরণ করা হয়েছে- ফুটবল ৫৭৫টি, ভলিবল ১৬৮টি, ভলিবল নেট ৬৯টি, ব্যাডমিন্টন র‍্যাকেট ৩১৫টি, ব্যাডমিন্টন শাটল ৭৬ বক্স, ব্যাডমিন্টন নেট ৭৬টি, হ্যান্ডবল (সাইজ-১) ২৪টি, হ্যান্ডবল (সাইজ-২) ৩২টি এবং দাবা ৪১ সেট।

অনুষ্ঠানের সভাপতি জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন,“তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টি-২০ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও খেলাধুলার আগ্রহ বাড়িয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করার ফলে প্রতিষ্ঠানগুলো সহজেই প্রশিক্ষণ ও নিয়মিত খেলাধুলার কার্যক্রম পরিচালনা করতে পারবে।” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হোসেন শান্ত, তৌফিকুর রহমান রতনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও খেলোয়াড়রা। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট ও সময়োপযোগী ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।