ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঘুরে দাঁড়াল যমুনা সার কারখানা

যমুনা সার কারখানা। ছবি -সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটির কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উৎপাদন কার্যক্রম চালু করে কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। তিনি জানান, প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত ও পরীক্ষা শেষে প্ল্যান্টটি আবার সচল করা হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী যমুনা সার কারখানাটি ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের কারণে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পুনরায় পাওয়ায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।

তবে উৎপাদন শুরুর অল্প সময়ের মধ্যেই অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চলতি মাসের ৫ জানুয়ারি রাত থেকে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়ে শ্রমিক ও সংশ্লিষ্টরা।

পরবর্তীতে কারিগরি ত্রুটি শনাক্ত করে মেরামত কাজ সম্পন্ন করা হয়। যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, যন্ত্রাংশ মেরামত শেষে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কারখানায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে। বর্তমানে উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো সমস্যা দেখা যায়নি।

কারখানা কর্তৃপক্ষের আশা, এবার নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালু রাখা সম্ভব হবে, যা কৃষিখাতে সার সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঘুরে দাঁড়াল যমুনা সার কারখানা

প্রকাশের সময়ঃ ০৫:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটির কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উৎপাদন কার্যক্রম চালু করে কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। তিনি জানান, প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত ও পরীক্ষা শেষে প্ল্যান্টটি আবার সচল করা হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী যমুনা সার কারখানাটি ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের কারণে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পুনরায় পাওয়ায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।

তবে উৎপাদন শুরুর অল্প সময়ের মধ্যেই অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চলতি মাসের ৫ জানুয়ারি রাত থেকে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়ে শ্রমিক ও সংশ্লিষ্টরা।

পরবর্তীতে কারিগরি ত্রুটি শনাক্ত করে মেরামত কাজ সম্পন্ন করা হয়। যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, যন্ত্রাংশ মেরামত শেষে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কারখানায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে। বর্তমানে উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো সমস্যা দেখা যায়নি।

কারখানা কর্তৃপক্ষের আশা, এবার নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালু রাখা সম্ভব হবে, যা কৃষিখাতে সার সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।