ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সীমান্তে বিজিবির অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার

সংগৃহীত ছবি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ জানুয়ারি) সীমান্তবর্তী চরচিলমারীর আতারপাড়া মাঠে পরিচালিত এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অস্থায়ী বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়—আতারপাড়া মাঠ দিয়ে সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ১০ গজ ভেতরে অবৈধভাবে বিদেশি অস্ত্র পাচারের আশঙ্কা রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বস্তা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি জব্দ করা হয়। এর আগে গত ১ জানুয়ারিও একই ব্যাটালিয়নের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ৪৭-বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৩:৩৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ জানুয়ারি) সীমান্তবর্তী চরচিলমারীর আতারপাড়া মাঠে পরিচালিত এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অস্থায়ী বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়—আতারপাড়া মাঠ দিয়ে সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ১০ গজ ভেতরে অবৈধভাবে বিদেশি অস্ত্র পাচারের আশঙ্কা রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বস্তা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি জব্দ করা হয়। এর আগে গত ১ জানুয়ারিও একই ব্যাটালিয়নের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ৪৭-বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।