
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বাদ আসর শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। দোয়া মাহফিল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃহারুনুর রশীদ।দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রয়োজন।”দোয়া মাহফিলে সদর উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী
অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাই চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহত আলী,জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফসহ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ শামসুল আলমসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পাঠান পাড়া জামে মসজিদের ইমাম মোঃ আমানুল্লাহ আমান।
নিজস্ব প্রতিবেদকঃ 






















