ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক- পলাতক বাবা লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আর ‘দুই দিন’ সময় লাগতে পারে চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল “স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন ৮ দল আমাদের আর ৮ দল থাকছে না- আরও অনেক দল জোট করার আবেদন করছে- গোলাম পরওয়ার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলাচিপায় বসতবাড়িতে হামলা, আতঙ্কে ঘরবন্দি পরিবার

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লাঠিসোঁটা হাতে মহড়া দিচ্ছে হামলাকারীরা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে।

জানা গেছে, গত ৭ জুলাই ধানের বীজতলায় হাঁস ঢুকলে সেলিম মোল্লার ছেলে রিয়াজ হাঁস তাড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন ইউসুফ মোল্লার স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক সপ্তাহ পর, রোববার (১৩ জুলাই) সকালে বাড়িতে এসে সেলিম মোল্লার ছেলে রিয়াজ ও জাকিরের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার কালাম মোল্লার ছেলেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সেলিম মোল্লার বাড়িতে হামলা চালায় এবং ঘরের জানালার কাচ ভাঙচুর করে। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়—কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে বাড়ির দিকে তেড়ে আসছে। এক যুবক তাদের বাধা দিতে গেলে তাকে পাশ কাটিয়ে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। পরিবারটি ঘরের ভেতরে জিম্মি হয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজ মোল্লা বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ভাঙচুর করে। এর আগেও নানা সময় হুমকি দিয়েছে তারা। এখন পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রতিবেশী হোসেন মোল্লা ও জসিম মোল্লা বলেন, বীজতলা থেকে হাস তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই পরিকল্পিত হামলা হয়। আমরা দু’পক্ষকে থামিয়ে দিয়েছি। কাচ কে ভাঙছে আমরা দেখি নাই।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। তবে জানা যায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে মিমাংসা করার চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে চরবিশ্বাস ফারির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলাচিপায় বসতবাড়িতে হামলা, আতঙ্কে ঘরবন্দি পরিবার

প্রকাশের সময়ঃ ০২:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লাঠিসোঁটা হাতে মহড়া দিচ্ছে হামলাকারীরা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে।

জানা গেছে, গত ৭ জুলাই ধানের বীজতলায় হাঁস ঢুকলে সেলিম মোল্লার ছেলে রিয়াজ হাঁস তাড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন ইউসুফ মোল্লার স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক সপ্তাহ পর, রোববার (১৩ জুলাই) সকালে বাড়িতে এসে সেলিম মোল্লার ছেলে রিয়াজ ও জাকিরের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার কালাম মোল্লার ছেলেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সেলিম মোল্লার বাড়িতে হামলা চালায় এবং ঘরের জানালার কাচ ভাঙচুর করে। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়—কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে বাড়ির দিকে তেড়ে আসছে। এক যুবক তাদের বাধা দিতে গেলে তাকে পাশ কাটিয়ে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। পরিবারটি ঘরের ভেতরে জিম্মি হয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজ মোল্লা বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ভাঙচুর করে। এর আগেও নানা সময় হুমকি দিয়েছে তারা। এখন পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রতিবেশী হোসেন মোল্লা ও জসিম মোল্লা বলেন, বীজতলা থেকে হাস তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই পরিকল্পিত হামলা হয়। আমরা দু’পক্ষকে থামিয়ে দিয়েছি। কাচ কে ভাঙছে আমরা দেখি নাই।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। তবে জানা যায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে মিমাংসা করার চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে চরবিশ্বাস ফারির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।