ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক- পলাতক বাবা লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আর ‘দুই দিন’ সময় লাগতে পারে চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল “স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন ৮ দল আমাদের আর ৮ দল থাকছে না- আরও অনেক দল জোট করার আবেদন করছে- গোলাম পরওয়ার

অবৈধ সম্পদ অর্জনের শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকে মামলা


শামীম ওসমান ও স্ত্রী সালমা ওসমান। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এ ছাড়া তাদের সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুদক-এর প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে নিজের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, সালমা ওসমান জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের দুই জনের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া শামীম ওসমান ও সালমা ওসমানের পুত্র ইমতিনান ওসমান ও কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে দুদক।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর

অবৈধ সম্পদ অর্জনের শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকে মামলা

প্রকাশের সময়ঃ ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শামীম ওসমান ও স্ত্রী সালমা ওসমান। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এ ছাড়া তাদের সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুদক-এর প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে নিজের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, সালমা ওসমান জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের দুই জনের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া শামীম ওসমান ও সালমা ওসমানের পুত্র ইমতিনান ওসমান ও কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে দুদক।