
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গত ত্রিশ বছরের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় রাজনৈতিক দল সরকার গঠন করেছে। নৌকা, ধানের শীষের নির্বাচন হয়েছে। এইবার বাংলাদেশে প্রথম বারের মতো নৌকা বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনী মার্কা হিসেবে নেই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়েছে।তিনি বলেন, ‘আপনারা লাখ টাকার কথা শুনেন, কোটি টাকার কথা শুনেন। অথচ একজন সালমান এফ রহমান ৩৬ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। দেশের বাইরে পাচার করেছে। এইভাবে গত কয়েক বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।নুর বলেন, ‘উপদেষ্টা হয়েছেন, সচিব হয়েছেন আমাদের আন্দোলনের ফলে। আমরা রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করেছি। আমরা যখন এলাকায় যাই তখন তারা আমাদের কাছে তাদের সুখ দুঃখের কথা ও উন্নয়নের কাজ নিয়ে আসে। তাই নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের পাশে দাঁড়ানোর।’তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের এক দেড় কোটি ভোট রয়েছে। সবাই তো আর লুটপাট করে নাই। তারা কোথায় যাবে? আমরা পরিষ্কারভাবে বলেছি, সাধারণ আওয়ামী লীগের যারা রয়েছে, যারা মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই তাদের দোকান রয়েছে দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি-বাকরি করবে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। এ মেসেজ শুধু গলাচিপা দশমিনার জন্য নয়, সরা বাংলাদেশের জন্য।আমখোলা ইউনিয়ন শাখার গণ অধিকার পরিষদের আহ্বায়ক গাজী আব্দুল হালিমের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন— গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ এনিম ও গলাচিপা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল প্যাদাসহ প্রমুখ। এর আগে নুরুল হক নুর তার নির্বাচনী এলাকা গলাচিপার বাদুরাবাজার, আমখোলা বাজারে গণসংযোগ করেন।
দৈনিক অধিকার ডেস্কঃ 






















