
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুর পক্ষে তৎপরতা আরও জোরদার হয়েছে।গত কালসোমবার বিকেলে নগরীর গণকপাড়া এলাকা থেকে শুরু করে জিরোপয়েন্ট, মনি চত্বর এবং সোনা দিঘির মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণা চালান নেতাকর্মীরা।১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বোয়ালিয়া থানা বিএনপির বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন মনুর নেতৃত্বে পরিচালিত এ গণসংযোগে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন পর্যন্ত ধাপে ধাপে এ ধরনের প্রচারণা চালানো হবে। তারা আরও বলেন, ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কর্মকাণ্ড চলমান রয়েছে।প্রচার-প্রচারণায় আরও উপস্থিত ছিলেন-১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান, সহ–সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম, সহ–প্রচার সম্পাদক মিলন রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সীমর রায় রথী, রবিউল আহসান, ডা. মাহমুদুর রহমান, পুতুল, রুনু, সোবহান, মৃদুল, মিলন, সাবের, রাজীব প্রমুখ।
সৈয়দ মাসুদ, রাজশাহী 






















