ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহী-১ আসনে তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন, তৃণমূল বিএনপির প্রতিবাদী অবস্থান

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।ছবি

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী-১ আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলীয় ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা উপেক্ষা করে পরিবারতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার দাবি, ৫ আগস্টের পর হঠাৎ আবির্ভূত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে দিয়ে ধানের শীষের বিজয় সম্ভব নয়।

তিনি আরও বলেন, দলীয় আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও তৃণমূলের কাছে গ্রহণযোগ্য ত্যাগী নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। অন্যথায়, দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরিবারতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে প্রস্তুত।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মাদ এনামুল হক চয়ন, তানজিলুর রহমান শেলি, রাজশাহী জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, চর আশাড়িয়া দহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, কমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আটজন নেতা। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দীনকে, যিনি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী-১ আসনে তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন, তৃণমূল বিএনপির প্রতিবাদী অবস্থান

প্রকাশের সময়ঃ ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী-১ আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলীয় ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা উপেক্ষা করে পরিবারতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার দাবি, ৫ আগস্টের পর হঠাৎ আবির্ভূত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে দিয়ে ধানের শীষের বিজয় সম্ভব নয়।

তিনি আরও বলেন, দলীয় আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও তৃণমূলের কাছে গ্রহণযোগ্য ত্যাগী নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। অন্যথায়, দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরিবারতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে প্রস্তুত।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মাদ এনামুল হক চয়ন, তানজিলুর রহমান শেলি, রাজশাহী জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, চর আশাড়িয়া দহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, কমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আটজন নেতা। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দীনকে, যিনি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।