ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

জামায়াত প্রার্থীর সঙ্গে নজেকশিস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)-এর নবনির্বাচিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে। এ সময় উপস্থিত ছিলেন নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নবনির্বাচিত সভাপতি মোহা. তরিকুল ইসলাম সিদ্দিকী (নয়ন), সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎকালে নজেকশিস নেতারা দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তারা বিশেষভাবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণকে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

এ সময় ডক্টর মিজানুর রহমান শিক্ষকদের দাবির প্রতি সহমত প্রকাশ করে বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষাবান্ধব নীতি প্রণয়নের ক্ষেত্রে দলীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শিক্ষা সংশ্লিষ্ট মহলের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

জামায়াত প্রার্থীর সঙ্গে নজেকশিস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়ঃ ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)-এর নবনির্বাচিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে। এ সময় উপস্থিত ছিলেন নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নবনির্বাচিত সভাপতি মোহা. তরিকুল ইসলাম সিদ্দিকী (নয়ন), সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎকালে নজেকশিস নেতারা দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তারা বিশেষভাবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণকে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

এ সময় ডক্টর মিজানুর রহমান শিক্ষকদের দাবির প্রতি সহমত প্রকাশ করে বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষাবান্ধব নীতি প্রণয়নের ক্ষেত্রে দলীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শিক্ষা সংশ্লিষ্ট মহলের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।